Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মহিলা বিষয়ক

ক্রমিক নং

কার্যক্রম

সেবার ধরন

সেবা গ্রহণকারী

ব্যক্তি/সংস্থা

সেবার স্থান

সেবা প্রাপ্তির

সময়সীমা

সেবাদানকারী কর্তৃপক্ষ

মন্তব্য

০১

০২

০৩

০৪

০৫

০৬

০৭

০৮

০১

বৃত্তিমূলক প্রশিক্ষন

কার্যক্রম।

 

 

 

 

 

 

 

 

 

 

 

• বিভিন্ন ধরনের বৃত্তিমূলক ও ব্যবহারিক প্রশিক্ষণের মাধ্যমে মহিলাদের আত্ন-কর্ম সংস্থান সৃষ্টির ব্যবস্থা করা। জেলা ও উপজেলা পর্যায়ে রাজস্ব বাজেট ভুক্ত প্রশিক্ষকেন্দ্রে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে।

 

•‘‘Development of training programme in women trainingCentre (WTC) at District level” প্রকল্পের আওতায় জুলাই/২০১০ হতে জুন/২০১৩ মেয়াদে ০৫ (পাঁচ)টি ট্রেডে (দর্জি বিজ্ঞান, এমব্রয়ডারী, মোবাইল সার্ভিসিং, বিউটি ফিকেশন ও ব্লক বাটিক)  ৩ মাস করে প্রতি ট্রেডে ১০ জন করে একটি ব্যাচে ৫০ জন হিসাবে  ৪টি ব্যাচে বছরে ২০০ জনকে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।

 

 

 

 

দেশের দুঃস্থ , দরিদ্র নারী

 

 

দেশের শিক্ষিত বেকার যুব নারী

 

 

 

 

জেলা ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়।

 

জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়

 

 

 

আবেদনের  পর

১৫-২০ দিনের

মধ্যে।

 

আবেদনের  পর

১৫-২০ দিনের

মধ্যে।

 

 

 

জেলা ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা।

 

 

জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা।

 

 

 

 

 

 

নির্ধারিত আসন সাপেক্ষে

 

 

নির্ধারিত আসন সাপেক্ষে

 

 

 

 

 

 

০২

আর্থ সামাজিক উন্নয়ন ও সামাজিক সুরক্ষা কর্মসূচী

 

 

• ভিজিডি কর্মসূচীর আওতায় দরিদ্রসীমার নীচে  বসবাসকারী মহিলাদের খাদ্য নিরাপত্তাসহ প্রশিক্ষণ প্রদান ও আয় বর্ধক কর্মসূচীতে তাদের জড়িতকরণ। এই কার্যক্রমের অধীনে ভিজিডি কার্ডধারী মহিলাদেরকে ক) দুই বছর ধরে খাদ্য সুবিধা প্রদান করা হয়, খ) আয়বর্ধক ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ দেয়া হয়, গ) ভিজিডি চক্র শেষে প্রশিক্ষণ প্রাপ্ত মহিলাদের ঋণ সুবিধা প্রদান করা হয়।

 

দরিদ্র পীড়িত ও দুঃস্থ গ্রামীন মহিলা

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়।

৬ মাস

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা।

নির্ধারিত আসন সাপেক্ষে

 

 

 

 

• দরিদ্র মা’র জন্য মাতৃত্বকালীন ভাতা কমৃসূচীর অধীনে গ্রামের দরিদ্র গর্ভবর্তী মায়েদের মাসিক ৩৫০/-টাকা হারে দুই বৎসর মেয়াদে মাতৃত্বকালীন ভাতা প্রদান করা হয়। এছাড়া সন্তান প্রসবের পর মা ও শিশুর স্বাস্থ্য সেবার ব্যবস্থা করা।

 

পল্লী এলাকার দরিদ্র গর্ভবর্তী মহিলা

জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়।

২ মাস

জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা।

 

 

 

 

 

 

 

 

 

•  ক্ষুদ্রঋণ কার্যক্রমের আওতায় দুঃস্থ অসহায় ও  প্রশিক্ষিত নারীদের আত্ন- কর্মসংস্থানের লক্ষ্যে ক্ষুদ্রঋণ প্রদান করা হয়। এ কার্যক্রমের মাধ্যমে বিভিন্ন কর্মসূচীর আওতায়  ১-১৫ (পনের) হাজার টাকা পর্যন্ত সহজ শর্তে ঋণ প্রদান করা হয়। ঋণ গ্রহীতাদের মূল টাকার সংগে শুধূ মাত্র ৫% থেকে ১০% হারে সার্ভিস চার্জ প্রদান করতে হয়।

কর্মক্ষম প্রশিক্ষণ প্রাপ্ত নারী

জেলা/উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়।

আবেদন প্রাপ্তির ১(এক) মাসের মধ্যে ঘুর্ণায়মান ঋণ এবং বরাদ্দকৃত ঋণ ২ মাসের মধ্যে বিতরণ করা হয়।

জেলা/ উপজেলা মহিলা বিষয়ক কর্মর্কতা।

 

০৩

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ সেল

 

• মহিলা ও  শিশুদের আইনগত সহায়তা প্রদানের লক্ষ্যে জেলা ও উপজেলা পর্যায়ে গঠিত নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটি স্থানীয়ভাবে নারী ও শিশু নির্যাতন মূলক অভিযোগের প্রেক্ষিতে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণের ব্যবস্থা করে থাকে।

 

নির্যাতিত নারী ও শিশু

জেলা/উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়।

আবেদন এবং অবহিত হওয়ার প্রেক্ষিতে তাৎক্ষণিক ভাবে পদক্ষেপ গ্রহণ।

মহিলা বিষয়ক অধিদপ্তর

জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা।

 

০৪

স্বেচ্ছাসেবী মহিলা সমিতি নিবন্ধন

 

• উন্নয়ন কর্মসূচীকে আরো ব্যাপৃত এবং মহিলা জনগোষ্ঠির মধ্যে সম্প্রসারণ করার লক্ষ্যে স্বেচ্ছাসেবী মহিলা সংগঠন সমুহের  নিবন্ধন প্রদান করা।

 

সক্রিয় স্বেচ্ছাসেবী মহিলা সমিতি

জেলা/উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়।

আবেদনের প্রাপ্তির ১৫ দিনের মধ্যে নিবন্ধন।

জেলা/ উপজেলা মহিলা বিষয়ক কর্মর্কতা।

 

০৫

বাংলাদেশ মহিলা

কল্যাণ পরিষদ

(বামকপ)

 

• মহিলাদের আত্ন-কর্মসংস্থান ও উন্নয়নের জন্য মহিলা বিষয়ক অধিদপ্তরে নিবন্ধীত সক্রিয় মহিলা সংগঠণ সমূহকে আবেদনের ভিত্তিতে বছরে একবার ৫০০০/- থেকে ২৫০০০/- টাকা পর্যন্ত আর্থিক অনুদান দেয়া হয়। উল্লেখ্য, প্রতি বছর প্রতি জেলায় ২টি শ্রেষ্ঠ সমিতিকে ৪০০০০/- (চল্লিশ হাজার) টাকা বিশেষ অনুদান প্রদান করা হয়।

 

নিবন্ধনকৃত স্বেচ্ছাসেবী মহিলা সমিতি

জেলা/উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়।

আবেদনের প্রেক্ষিতে ২ মাসের মধ্যে।

মহিলা বিষয়ক অধিদপ্তর, ঢাকা।

 

 

 

 

 

০৬

সচেতনতা বৃদ্ধি এবং

জেন্ডার সমতামূলক

কার্যক্রম

 

• নারী উন্নয়ন ও জেন্ডার সমতা আনয়নে বিভিন্ন জন সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ যেমন- যৌতুক ও বাল্যবিবাহ প্রতিরোধ, জন্মনিবন্ধন ও বিবাহ নিবন্ধনে উদ্ধুদ্ধকরণ, ইভটিজিং প্রতিরোধে উদ্যোগ গ্রহণ, এইচ,আই, ভি (এইডস) প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিসহ নারী অধিকার রক্ষায়  CEDAW সনদ বাস্তবায়নসহ বিভিন্ন দিবস পালন করা হয়। এছাড়া মহিলা উন্নয়ন সমন্বয় সভা সংক্রান্ত সার্বিক কার্যক্রম পরিচালনা, নিয়মিত প্রতিবেদন প্রস্ত্তত ও  বিতরণ করা। আন্তর্জাতিক বিভিন্ন সভার জন্য চাহিত তথ্যাদি প্রস্ত্তত ও বিতরণ।

 

দেশের সকল জনগোষ্ঠী

জেলা/উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়।

বছরব্যাপী ও

দিবস অনুযায়ী

জেলা/ উপজেলা মহিলা বিষয়ক কর্মর্কতা।

 

০৭

 কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল

•‘‘কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল’’ কর্মসূচীর অধীনে পৌরসভার দরিদ্র শ্রমজীবী মায়েদের মাসিক ৩৫০/-টাকা হারে দুই বৎসর মেয়াদে এ ভাতা প্রদান করা হয়।

দুঃস্থ ও শ্রম জীবী মহিলা

জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়।

৬ মাস

জেলা মহিলা বিষয়ক কর্মর্কতা।

নির্ধারিত আসন সাপেক্ষে

 

(০৭) উদ্দেশ্য ও লÿ্যঃ-

লÿ্য

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় নেতৃত্বদানকারী মন্ত্রণালয় হিসাবে নারী উন্নয়ন কর্মসূচী বাসত্মবায়নের লÿÿ্য গৃহীত পদÿÿপ সমূহের তদারকীর দায়িত্ব পালন, নারী উন্নয়ন বিষয়ক নীতি নির্ধারণ, নারীকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্তকরণ ও উন্নয়ন কার্যক্রমকে যুগোপযোগী করে বাসত্মবায়নের পদÿÿপ গ্রহণ।

উদ্দেশ্য

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ধীন মহিলা বিষয়ক অধিদপ্তর বাসত্মবায়নকারী প্রতিষ্ঠান হিসাবে সকল জেলা ও উপজেলা কার্যালয়ের মাধ্যমে সরকার কর্তৃক গৃহীত নারী উন্নয়ন সংশিস্নষ্ট কার্যক্রম মাঠ পর্যায়ে পরিচালনা