Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
একটি মডেল ইউনিয়নের গল্প
বিস্তারিত

নদী বিধৌত একটি ইউনিয়ন জামালপুর জেলার ইসলামপুর উপজেলাধীন সাপধরী ইউনিয়ন। নদী ভাঙ্গন এ ইউনিয়নবাসির জন্য একটি নিত্যনৈমিত্তিক ঘটনা। প্রতি বছর শত শত একর জমি ভেঙ্গে নদী গর্ভে চলে যায়। লোকজনও হয়ে যায় সর্বহারা, বাস্তুহারা। জীবনের তাগিদে তারা হয়ে যায় সর্বসান্ত। গড়ে তোলার চেষ্টা অন্য একটি এলাকায় আশ্রয় স্থল। এভাবে অধিবাসীর প্রায় ৬০ শতাংশ লোকের বসতি অন্য গ্রাম বা ইউনিয়নে বা উপজেলাতে বা জেলাতে। ডুকরে ডুকরে কাদঁতে থাকে নিরবে। কিন্তু পায় না  কোন উপায়। উপায়ান্তর না  পেয়ে তারা হয়ে পড়ে অসহায়। জীবনের যখন এহেন অবস্থা ঠিক সে সেময় বাংলাদেশ সরকারের এক অভাবনীয় পরিকল্পনা এ অসহায় অধিবাসীর জন্য নিয়ে এল এক অন্ধকারে আলোর দিশা। হ্যাঁ এ ইউনিয়ন বাংলাদেশ সরকারের বিশেষ নজরদারীতে মডেল ইউনিয়নে রুপান্তরিত হওয়ার ঘোষণা  হয়েছে। বাংলাদেশে ৫ টি ইউনিয়নকে মডেল ইউনিয়ন করার ঘোষণা হয়েছে গত 10/09/2022 খ্রি: । মডেল ইউনিয়নের আওতায় যা থাকবে 

১। প্রয়োজনীয় বাধঁ।

২। পর্যাপ্ত রাস্তাঘাট।

৩। খেয়া ঘাট

৪। পর্যাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান যথা- স্কুল, কলেজ, মাদ্রাসা, টেকনিক্যাল স্কুল ইত্যাদি।

৫। স্বাস্থ্য সেবা কেন্দ্র।

৬। বন্যা সহনীয় ব্যবস্থা।

৭। ফসলাদী রক্ষার সুব্যবস্থা

৮। কৃষি উন্নয়ন ব্যবস্থা

৯। হ্যালিভ্যাটর

১০। প্রয়োজনীয় সংখ্যক ব্রিজ

১১। উন্নত যোগাযোগ ব্যবস্থা

এবং জন মানের উন্নয়নের বিভিন্ন পরিকল্পনা ও প্রশিক্ষণ সহ নানাবিধ কার্যাবলী।

রিপোর্ট প্রস্তুতকারক: 

মো: শফিকুল ইসলাম

         সচিব

  সাপধরী ইউপি

ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
05/01/2023
আর্কাইভ তারিখ
12/12/2030