প্রথমবারের মত উদযাপন হতে যাচ্ছে স্থানীয় সরকার দিবস ২০২৩
বিস্তারিত
প্রথমবারের মত স্থানীয় সরকার দিবস-২০২৩ উদযাপন করতে যাচ্ছে স্থানীয় সরকার পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় । দিবসটি উদযাপন করতে গিয়ে নানা রকম প্রস্তুতি নিচ্ছেন দেশটির সরকার। প্রথমত ৫ সেপ্টেম্বর ২০২৩ দিনটি উদযাপন করার জন্য ঠিক করা হয় । কিন্তু পরবর্তীতে তা আবার পরিবর্তন করে ১৪ সেপ্টেম্বর ২০২৩ করার প্রস্তুতি নেন সরকার। এ উপলক্ষ্যে দেশের সকল সিটি করপোরেশন, জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যবৃন্দ উপজেলা পরিষদ এর চেয়ারম্যন ও ভাইস চেয়ারম্যান, পৌরসভার মেয়র, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণকে আগামী ১৪ সেপ্টেম্বর ২০২৩ গণভবনে স্ব-শরীরে সকাল ৭ টায় উপস্থিত হতে নির্দেশনা প্রদান করে জেলা প্রশাসকের মাধ্যমে দাওয়াত পত্র প্রদান করেছেন মাননীয় প্রধানমন্ত্রী জন নেত্রী শেখ হাসিনা। তবে বিশেষ কারণ ও উপর্যুক্ত ব্যাক্তি ছাড়া এবং দাওয়াতপত্র ছাড়া ও একজনের দাওয়াতপত্র নিয়ে অন্য জন্য দাওয়াতে অংশগ্রহণ করতে পারবে না বলে চিঠিতে স্পষ্ট উল্লেখ করে দিয়েছেন। চিঠি সংযুক্ত। ডিডিএলজি মহোদয় চিঠিতে আরো উল্লিখ করেন যে, স্পষ্ট ও যৌক্তিক কারণ ছাড়া কেউ দাওয়াতে অনুপস্থিত থাকতে পারবে না। ১৩ সেপ্টেম্বর ২০২৩ নির্বাচিত কিছু জনপ্রতিনিধিকে নিয়ে মহড়া হবে তারপর ১৪ সেপ্টম্বর ২০২৩ আনুষ্ঠানিকভাবে দিবসটি উদযাপিত হবে। উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী জন নেত্রী শেখ হাসিনা থাকবেন বলে নিশ্চিত করেছেন। এরপর ১৭,১৮,১৯ সেপ্টেম্বর ২০২৩ তারিখ ব্যাপী সারা দেশের সকল স্থানীয় সরকার প্রতিষ্ঠানে একযুগে দিবসটি উদযাপনের বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হবে বলে জানা যায়।